• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ছুটিতে গেল জাতীয় হকি দল

আসন্ন এশিয়ান গেমস বাছাইপর্ব ও হিরো এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক ক্যাম্পে চলমান জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প চারদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাতীয় দলকে ছুটি দেওয়া হয়েছে। চারদিনের ছুটি কাটিয়ে তাদেরকে ১ মে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ জানান, ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে। এ কারণেই জাতীয় দলকে ঈদের সময়েও অনুশীলনে থাকতে হচ্ছে। কেননা বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষে ৪ মে ব্যাংককের উদ্দেশ্যে রাত ১১টায় এয়ার এশিয়ায় জাতীয় দল ঢাকা ছাড়বে।

মোহাম্মদ ইউসুফ আরো জানান, থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শেষ করে জাতীয় দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এশিয়ান গেমস হকি বাছাইপর্বে লাল-সবুজের দল ‘বি’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান।

এদিকে হিরো এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, ওমান ও মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করবে। তবে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।

 

Rent for add