• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাছাইপর্বের সহজ গ্রুপে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আর মাত্র ৯ দিন পরেই এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু হচ্ছে। আগামী ৬-১৫ মে এই আসর অনুষ্ঠিত হবে।

দু’টি গ্রুপে ৯টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই বাছাইপর্বের ফিকচার এরিইমধ্যে এশিয়ান হকি ফেডারেশন প্রকাশ করেছে।

তবে বাছাইপর্বের সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাল-সবুজের দল খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।

অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান।

বাংলাদেশ বাছাইপর্বে ৭ মে ইন্দোনেশিয়ার সঙ্গে, ১০ মে শ্রীলঙ্কার সঙ্গে এবং ১২ মে সিঙ্গাপুরের সঙ্গে মোকাবেলা করবে।

উল্লেখ্য থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে শীর্ষ চারে থাকতে পারলে বাংলাদেশ চীনে আসন্ন এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শেষেই ইন্দোনেশিয়ায় এশিয়া কাপ খেলতে যাবে। এ আসরটি জাকার্তায় আগামী ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে।

উপরোক্ত দু’টি টুর্নামেন্টেই ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি হকিবাংলাদেশ.কম-কে বলেন, বর্তমানে দলের খেলোয়াড়রা বিকেএসপিতে অনুশীলনে রয়েছেন। ওই দুটি টুর্নামেন্টে ভাল করার যথেষ্ট সুযোগ রয়েছে।

 

Rent for add