নিজস্ব প্রতিবেদক : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার, ১৯:৪১:৫৩
এক ম্যাচ হাতে রেখেই এবার আশরাফুলের হ্যাটট্রিকের উপর ভর করে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে ইরানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল জিমি-সবুজ-আশরাফুলরা।
ইরানের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ শুরুতেই গোল খেয়ে বসেছিল। এরপর লাল-সবুজের দেশ পরপর ৫ গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেছেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার। জয়ের নায়ক আশরাফুল পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
উল্লেখ্য বাংলাদেশ আগামী ১৭ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add