নিজস্ব প্রতিবেদক : ৯ মার্চ ২০২২, বুধবার, ১৭:০৭:৩৩
বাংলাদেশ জাতীয় হকি দল আসন্ন এএইচএফ কাপ হকি প্রতিযোগিতাকে সামনে রেখে আজ বুধবার থেকে জাকার্তায় অনুশীলন শুরু করেছে।
এর আগে মঙ্গলবার ইন্দোনেশিয়ায় পৌঁছে দলের খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ইন্দোনেশিয়া থেকে হকিবাংলাদেশ.কম-কে বলেন, আগের রাতে আমরা করোনা নমুনা দিয়েছি। আজ সকালে হকি দল প্রথম অনুশীলনে নেমেছে। তিনি জানান, রাতেও অনুশীলনের সূচি রয়েছে।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ জানান, পুরো দলই জাকার্তায় হোটেল সুলতানে অবস্থান করছে। দলের সবাই সুস্থ আছেন।
এদিকে আগামী ১১-২০ মার্চ এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে। দশ দলের এ প্রতিযোগিতা থেকে চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন তা নয় দলে নেমে এসেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে। লাল-সবুজ পতাকাধারীদের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আবু সাইদ নিপ্পন ও বিপ্লব কুজুর।
রক্ষণভাগ: রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান ও সোহানুর রহমান সবুজ।
মধ্যমাঠ: সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত ও রোমান সরকার।
আক্রমণভাগ: মিলন হোসেন, আরশাদ হোসেন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষিসা মিমো।
ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ
সহকারী ম্যানেজার: মাহবুব মোর্শেদুল আলম লেবু
কোচ: ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি
সহকারী কোচ: জাহিদ হোসেন রাজু
আম্পায়ার: মোহাম্মদ আলী খান পিয়াল।
Rent for add