নিজস্ব প্রতিবেদক : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ১৯:১৫:২৮
ঘরোয়া হকির তারকা খেলোয়াড় জুম্মন লুসাইয়ের ছোট ভাই সাবেক হকি খেলোয়াড় জুবেল লুসাই আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
আজ বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জুবেল লুসাই আবাহনী, মোহামেডান, অ্যাজাক্স, সাধারণ বীমায় খেললেও ভাই জুম্মন লুসাইয়ের কারণে তার আবাহনীর সঙ্গেই বেশি সম্পৃক্ততা ছিল।
ব্যক্তিগত জীবনে জুবেল লুসাই ঢাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষকতা করতেন। কিন্তু করোনায় স্কুল কার্যক্রম বন্ধ হয়ে গেলে নেত্রকোনার বিরিশিরিতে বসবাস করতেন।
Rent for add