• ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অর্ধকোটি টাকা স্পন্সর পেলো জাতীয় হকি দল

আগামী ১১ মার্চ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এই টুর্নামেন্ট। জাকার্তার এই টুর্নামেন্টে বাংলাদেশই ফেভারিট। ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে লাল-সবুজ জার্সিধারীরা চ্যাম্পিয়ন হয়েছিলেন।

রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী। হকির উন্নয়নে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলেও জানিয়েছেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা।

হকি স্টেডিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের আরো চার সহ-সভাপতি ইউসুফ আলী, সাজেদ এএ আদেল, আব্দুর রশীদ শিকদার ও জাকি আহমেদ রিপন। সদস্যদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম কামাল, ফয়সাল আহসানউল্লাহ সহ আরো অনেকে।

 

Rent for add