নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ০:১৩:২৭
এশিয়া কাপ বাছাইপর্ব, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে।
শুধু তাই নয়, দ্রুত সময়ের মধ্যে কোচ নিয়োগের বিষয়টি নিয়ে ফেডারেশন কর্মকর্তারা জোরেশোরে কাজ শুরু করেছেন। এমন কী বিভিন্ন দেশের কোচদের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছেন।
আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ায় এশিয়া কাপ হকির বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এর পর আগস্টে ইংল্যান্ডের বার্মিহামে হবে কমনওয়েলথ গেমস। এশিয়ান গেমসও দরজায় কড়া নাড়ছে। এসব আসরে অংশ নেবে হকি দল। সেখানে ভাল করার লক্ষ্যে কোচ খুঁজছে বাহফে।
জাতীয় দলের সর্বশেষ কোচ ছিলেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি।
Rent for add