নিজস্ব প্রতিবেদক : ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ২৩:০৮:০৩
কিশোরগঞ্জে বিজয় দিবস হকি লিগে বিজয়ী প্রমীলা ও বন্ধু একাদশ কেউই একে অপরের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
স্থানীয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ফলে উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে ঘরে ফেরে।
বিজয়ী প্রমীলা দলের হয়ে একাই দু গোল করেন সদ্যসমাপ্ত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া রকিবুল হাসান রকি। অপর গোলটি করেন জাতীয় নারী দলের রাত্রি।
অপরদিকে বন্ধু একাদশের বেদন মিয়া হ্যাটট্রিক করেও দলকে জয় এনে দিতে পারেননি।
উল্লেখ্য কিশোরগঞ্জ হকি একাডেমির উদ্যোগে জেলার ৫টি দল নিয়ে বিজয় দিবস হকি লিগ এগিয়ে চলেছে। এই লিগে পুরুষ খেলোয়াড়দের পাশাপাশি নারী খেলোয়াড়রাও অংশ নিচ্ছেন।
Rent for add