• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে বিজয় দিবস হকি লিগ শুরু

কিশোরগঞ্জ হকি একাডেমির উদ্যোগে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস হকি লিগ ২০২১ শুরু হয়েছে।

এ বছর বিজয় দিবস হকি লিগে মোট ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে সোনার বাংলা, মাজহারুল ইসলাম কিরণ স্মৃতি সংসদ, সেরা ৭১, বন্ধু একাদশ ও বিজয়ী প্রমীলা।

খেলা মাঠে গড়ানোর আগে ২৩ ডিসেম্বর বিকেলে এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ হকি একাডেমির সভাপতি এম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক রিপেল হাসান।

উল্লেখ্য গত আসরের চ্যাম্পিয়ন সেরা ৭১ এবং রানার্সআপ বন্ধু একাদশ এবারো শিরোপা জয়ের লক্ষে শক্তিশালী দল গঠন করেছে। পিছিয়ে নেই অপর তিন দল সোনার বাংলা, মাজহারুল ইসলাম কিরণ স্মৃতি সংসদ ও বিজয়ী প্রমীলা।

 

Rent for add