নিজস্ব প্রতিবেদক : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৬:২৭:৩৯
শক্তির বিচারে খুব একটা তফাৎ নেই পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার। ফলে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে দু’দলের সামনেই জয়ের সুযোগ রয়েছে।
বিশ্ব র্যাংকিংয়ে কোরিয়া যেখানে ১৬ নম্বরে সেখানে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে রয়েছে ১৮ নম্বরে। তারপরও গ্রুপ পর্বের লড়াইয়ে দুই দলের ফলাফল ছিল ৩-৩। কাজেই মঙ্গলবারের এ লড়াইয়ে কোন দলকেই ফেবারিট বলা যাচ্ছে না।
মাঠের লড়াইয়ে যে দল এগিয়ে থাকবে জয়ের সম্ভাবনা তারই থাকবে। তবে পাকিস্তান জিতলে দ্বিতীয় সেমিফাইনালে যদি ভারত জিতে তাহলে আরেকটি পাক-ভারত লড়াইয়ের সুযোগ থাকছে।
তবে দু’দলই চাইছে আজকের ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়তে। যদিও দু’দলই ভারতের কাছে গ্রুপ পর্বে হেরেছিল। তবে পরিসংখ্যানের আলোকে কোরিয়া ও পাকিস্তানের সাম্প্রতিক নৈপুণ্যর বিচারে পাকিরাই এগিয়ে থাকবে।
২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছে কোরিয়া, সেই ম্যাচের স্কোরলাইন ছিল ২-১। পরবর্তী ৭ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৫টি, বাকি দুটি ড্র।
Rent for add