• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

যে সমীকরণে সেমিতে যেতে পারে বাংলাদেশ…

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে জয় তো দূরের কথা একটি ম্যাচও ড্র করতে পারেনি। এমন কী কোন পয়েন্টের মুখ দেখেনি।

তবে একটি জয়ই জিমি-আশরাফুলদের পৌঁছে দিতে পারে স্বপ্নের সেমিফাইনালে। আজ রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই এমন সমীকরণে শেষ চারে খেলা সম্ভব!

আপাত দৃষ্টিতে সমীকরণটা সহজ মনে হলেও বাংলাদেশের জন্য ভীষণ কঠিন। তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তানকে পরাজিত করলেই কেবল শেষ চারে যেতে পারে আশরাফুল ইসলামের দল।

তাই আজকের ম্যাচে জয়ের কোন বিল্প পথ খোলা নেই গোবিনাথান কৃষ্ণমুর্তির দলের সামনে। আপাতত শেষ আশাটা তাই এখনো বেঁচে আছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে। স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

উল্লেখ্যএশিয়ার বিশ্বকাপখ্যাত পাঁচ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। ইতোমধ্যে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান শেষ চার নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের ফলের উপর নির্ভর করবে শেষ দল হিসেবে কারা যাবে সেমিতে।

 

Rent for add