• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তান-কোরিয়া লড়াইয়ে কেউ হারেনি

পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। এমন কী কেউ জয় নিয়েও মাঠ ছাড়তে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে কিউ কিমবিউমের ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়া (১-০) এগিয়ে যায়। তবে ২৪ মিনিটে আফরাজের ফিল্ড গোলে পাকিস্তান (১-১) সমতায় ফিরে।

এর পর পাকিস্তান ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আব্দুল রানার গোলে (২-১) এগিয়ে যায়। ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে জি উও চিওনের গোলে সমতায় ফেরে কোরিয়া (২-২)।

কোরিয়া অবশ্য ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্য জং হিউনের গোলে এগিয়ে যায় (৩-২)। তবে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আব্দুল রানা গোলে সমতায় পাকিস্তান (৩-৩)।

কিন্তু অবশিষ্ট সময়ে পাকিস্তান-কোরিয়া গোলের দেখা না পেলে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

Rent for add