নিজস্ব প্রতিবেদক : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৮:১৩:৪৮
অভিষেক আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বিপ্লব কুজুর। বাংলাদেশ দলের এই গোলরক্ষক কোরিয়ার বিপক্ষে লড়াই করে হেরে যাওয়া ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
জাপানের বিপক্ষে আজ শনিবার তাই ভাল খেলার জন্য মুখিয়ে থাকবেন এ তরুণ গোলরক্ষক। কোরিয়ার বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর সংবাদ মাধ্যমকে বলেছিলেন, কোচ আমার উপর আস্থা রাখায় তার প্রতিদান দিতে পারায় ভাল লাগছে।
এখন সুযোগ পেলে ভবিষ্যতে আরো ভাল করার চেষ্টা থাকবে। সবচেয়ে বড় কথা সুযোগটাকে কাজে লাগাতে চাই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে।
জাহিদ হোসেনের পর অসীম গোপ আর আবু সাঈদ নিপ্পন নিয়মিত খেলেছেন। অসীম দলে নেই আর নিপ্পনের উপর না রেখে কুজুরের উপর আস্থা রেখেছেন কোচ।
Rent for add