• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ভারতের কাছে ৯ গোলে হারলো বাংলাদেশ

টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় দল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়েসি জয় পেয়েছে। বুধবার তারা ৯-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে।

শক্তিশালী ভারতের বিপক্ষে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ সারাক্ষণ চাপের মুখে থাকায় খুব একটা আক্রমণ গড়ে তুলতে পারেনি।

বরং আশরাফুল ইসলামের দল অতিমাত্রায় রক্ষণাত্বক হয়ে পড়লে ভারতীয় দল বারবারই স্বাগতিকদের বিপদ সীমানায় হানা দিয়ে গোল আদায় করে নিচ্ছিল।

বাংলাদেশের বিপক্ষে এক তরফার এ লড়াইয়ে ভারতের দিলপ্রীত সিং, জারমানপ্রীত সিং ও হারমানপ্রীত সিং দুটি করে এবং মানদীপ মোর, ললিত কুমার উপাধ্যায় ও আকাশদ্বীপ সিং ১টি করে গোল করেন।

উল্লেখ্য ম্যাচে ভারত মোট ১৪টা পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র একটি। এটি ভারতের দ্বিতীয় ম্যাচ ছিল।

এর আগে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে ভারত ২-২ গোলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে।

Rent for add