• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

পাসপোর্ট না থাকায়…

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রাকিবুল হাসান রকি। সদ্যসমাপ্ত গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সোনালী ব্যাংকের হয়ে খেলা এ তরুণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেছেন।

শুধু তাই নয়, বিশ্বের অন্যতম সেরা দল পাকিস্তানের বিপক্ষে তার দেয়া গোলেই এগিয়ে গিয়েছিল টিম বাংলাদেশ। যদিও সেই ম্যাচে ৩-১ গোলে আশরাফুল ইসলামের দলকে হারতে হয়েছিল। তবে এ ম্যাচে রকির পারফরম্যান্স ছিল এক কথায় দুর্দান্ত।

কিন্তু এই উদীয়মান তারকা খেলোয়াড় যখন নিজেকে প্রস্তুত করে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চে নামার অপেক্ষায় ছিলেন ঠিক তখনই ঘটে গেল এক বিপত্তি।

কারণ পাসপোর্ট না থাকায় আজ বুধবার টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতের বিপক্ষে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা হচ্ছে না। তার মানে রকির জাতীয় দলে অভিষেকটা আরো একটি বিলম্বিত হতে যাচ্ছে!

যদিও বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রত সময়ের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন রাকিবুল। তবে সেটা কবে তা নিয়েও রয়েছে এক ধরনের অনিশ্চয়তা। কেননা বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ তিন দিন সরকারী ছুটি। কাজেই পাসপোর্ট হাতে পেতে রকিকে বেশকিছু দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে।

এবার এক নজরে জেনে নিন কবে কখন বাংলাদেশের খেলা

১৫ ডিসেম্বর ভারত-বাংলাদেশ বিকাল ৩.৩০

১৭ ডিসেম্বর বাংলাদেশ-কোরিয়া রাত ৬.০০

১৮ ডিসেম্বর জাপান-বাংলাদেশ সন্ধা ৬.০০

১৯ ডিসেম্বর পাকিস্তান-বাংলাদেশ রাত ৬.০০

 

Rent for add