• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশ কোচের প্রত্যাশা

বাংলাদেশ জাতীয় হকি দল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের সেরাটা দিয়েই খেলবে বলে মন্তব্য করেছেন প্রধান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার বিকেল সাড়ে ৩টায় শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৪০ মাস পর আন্তর্জাতিক হকিতে প্রত্যাবর্তন করবে বাংলাদেশ।

ভারতের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার স্বাগতিক দলকে নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করতে গিয়ে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ কৃষ্ণমূর্তি বলেন, ‘৪০ মাস বাংলাদেশ দল কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি।

বিপরীতে প্রতিপক্ষ দলগুলো ম্যাচের মধ্যেই ছিল। যে দলগুলো খেলতে এসেছে তারা র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক অনেক দূর এগিয়ে। তবে একটা কথাই আমি বলতে পারি, ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এর বাইরে আর কিছু বলতে পারছি না।’

Rent for add