• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আয়োজনে সেরা টুর্নামেন্ট

১৯৮৫ সালে প্রথমবার এশিয়া কাপ হকির আয়োজন করেছিল বাংলাদেশ। ঘাসের মাঠে সে সময়কার টুর্নামেন্টটি হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে।

সারাদেশে দারুণ সাড়া ফেলেছিল টুর্নামেন্টটি। নতুন প্রজন্মের অনেকে হকির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আয়োজনে দারুণ দক্ষতার ছাপ রেখেছিল লাল সবুজের দেশটি।

এর পর ঠিক ৩২ বছর পর ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ। তবে এবার আর ঘাসের মাঠে নয়, নীল টার্ফে অনুষ্ঠিত হয় এশিয়া সেরা আসর।

এবার তৃতীয়বারের মতো আরেকটি বড় আসর আয়োজন করছে বাংলাদেশ। দু’বার এশিয়া কাপ আয়োজন করলেও এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েছে। সে হিসেবে সেরা আয়োজন বলা যেতে পারেন এবারের আসর।

 

 

Rent for add