• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় এশিয়ার হকি উৎসব

এশিয়ার বিশ্বকাপখ্যাত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এখন টার্ফে গড়ানোর অপেক্ষায়। রাত পোহালেই শুরু হবে ৫ জাতির এই মেগা টুর্নামেন্ট।

এরই মধ্যে ট্রফি উন্মোচন করা হয়েছে। শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে এই আসর।

২০১১ সালে যাত্রা শুরুর পর প্রথমবারের মতো বাংলাদেশ দলও অংশ নিচ্ছে এই আসরে। সে হিসেবে ঢাকাকে যদি এখন এশিয়ান হকির রাজধানী বলা হয় তাহলে এতটুকু ভুল বলা হবেনা।

গত কয়েকমাস ধরে গেল তিন বছরের অনিশ্চয়তা কেটে সরব হয়েছে ঘরোয়া হকি। এবার অপেক্ষা আন্তর্জাতিক আসর শুরুর। ক্লাব কাপের পর প্রিমিয়ার হকি দিয়ে নীল টার্ফের হাহাকার কিছুটা হলেও কমেছে।

এবার এশিয়ার সেরা চার দলের সঙ্গে বাংলাদেশের ময়দানী লড়াই উপভোগের অপেক্ষা। যদিও একেবারে শেষ মুহুর্তে মালয়েশিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় ৬ দলের আসরটি এখন পাঁচ দলের।

ভারত, পাকিস্তান, কোরিয়া, জাপান ও স্বাগতিক বাংলাদেশ লড়বে শিরোপা জন্য। ২০১৭ সালের পর আরেকটি আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ দলও নিজেদের সামিল করেছে।

সর্বশেষ ২০১৭ সালের ১১-২২ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল আটটি দল। এবার পাঁচ দল হলেও বাংলাদেশ ছাড়া বাকি সবাই বেশ শক্তিশালী।

কাগজে-কলমে সবার চেয়ে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এরই মধ্যে জাপানের পর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও জয় পায়নি। জাপানের কাছে ৪-১ গোলে হারের পর পাকিস্তানের কাছে পরাজয় ৩-১ গোলে। এবারের আসরে বাংলাদেশের হারানোর কিছু নেই, লক্ষ্যটা তাই অভিজ্ঞতা অর্জনের।

 

 

Rent for add