• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

চমক দেখাতে চান আশরাফুল

বয়সভিত্তিক দলের অধিনায়কত্ব করলেও এবারই প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম। এই ডিফেন্ডার আবার পেলান্টি কর্নার স্পেশালিষ্ট।

সর্বশেষ মৌসুমের মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে কোচ গোবিনাথনের সঙ্গে একমত পোষণ করে বলেন, এই আসর থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। প্রতিপক্ষ দলগুলো র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকায় আসলে হারানোর কিছু নেই।

আশরাফুল ইসলাম জানান, শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা জিতব কিংবা ড্র করব, এটা বললে বিশ্বাসযোগ্য হবে না। তবে আমি ব্যক্তিগতভাবে চমক দেখাতে চাই। স্বল্প সময়ের মধ্যে কোচ দলটাকে প্রস্তুত করেছেন। সে কারণে এ আসরে স্বাগতিক দলের হারানোর কিছু নেই।

Rent for add