• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রস্তুতি সর্ম্পকে যা বললেন বাংলাদেশ কোচ

স্বাগতিক বাংলাদেশ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে। তবে এই হার নিয়ে ততটা চিন্তিত নন জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমুর্তি।

দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিয়ে গোবিনাথন হকিবাংলাদেশ.কমকে বলেন, জাতীয় দল এবার ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। যাদের বিপক্ষে দল খেলবে তারা সবাই আমাদের চেয়ে এগিয়ে। প্রস্তুতি যে রকম হয়েছে তাতে এতটুকু বলতে পারি, ছেলেরা শতভাগ উজার করে দিয়ে খেলবে।

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগে খেলার মধ্যেই ছিলেন খেলোয়াড়রা। এরপর চলতি মাসের ১ তারিখে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেন কোচ গোবিনাথন।

ফলে ১৩ দিনের প্রস্তুতিপর্ব শেষ করেই আশরাফুলের দল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে।

Rent for add