নিজস্ব প্রতিবেদক : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১৮:৪২:০০
এক দশক আগে ২০১১ সালে শুরু হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার চীনের ওর্ডসে প্রথম আসরে অংশ নিয়েছিল ৬ দেশ।
প্রথম ট্রফি জিতেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ে গোল করতে না পারলেও ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে শিরোপা জিতে নেয় ভারত।
কাকতালীয়ভাবে ২০১৭ সালে সর্বশেষ আসরের শিরোপা জয়ী দলটির নামও ভারত। তবে তারা যৌথভাবে পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে নিয়েছিল। প্রথম আসরেও এই দু’দলই ফাইনালে খেলেছিল।
এবার প্রথমবার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান হকির অন্যতম সেরা এই আসর।
Rent for add