• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

উদ্বোধন সাদামাটা, জাঁকজমক হবে সমাপনী

প্রথমবারের মতো বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, প্রথমবার খেলছে বাংলাদেশ। এটাই হতে যাচ্ছে বাংলাদেশের আয়োজনে সবচেয়ে মর্যাদার আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট। তবে একটু অতৃপ্তি থেকেই যাচ্ছে শেষ মুহূর্তে মালয়েশিয়া নাম প্রত্যাহার করে নেয়ায়।

আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন টুর্নামেন্টের উদ্বোধনীতে বেশি রাখছে না। এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম টুর্নামেন্ট উদ্বোধন করবেন। তবে সমাপনীটা জাঁকজমকভাবে করার পরিকল্পনা আছে ফেডারেশন। আতশবাজীর মতো আকর্ষনীয় ইভেন্ট থাকতে পারে সমাপনী অনুষ্ঠানে।

এদিকে রোববার টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা, অফিসিয়াল, আম্পায়ারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তবে বাংলাদেশ ছাড়া বাকি চার দলের কেবল ৬ জন করে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

টুর্নামেন্টের মাঝখানে আবার করোনা পরীক্ষা হবে। শেষবার হবে দলগুলো দেশে রওনা দেয়ার আগে।

Rent for add