• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

পরিকল্পনা বাস্তবায়ন করতে চান আশরাফুল ইসলাম


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে চার প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ জয় বা ড্রয়ের প্রত্যাশা করছে না।

রোববার বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। ৩-১ গোলে হারা এই ম্যাচে নামার আগে অধিনায়ক আশরাফুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

অধিনায়ক বলেছেন ‘স্বল্প সময়ের মধ্যে আমাদের দলটা প্রস্তুত করেছেন কোচ। এ প্রতিযোগিতায় আমাদের হারানোর কিছু নাই। আমরা কিন্তু অনেককিছু অর্জন করতে পারি। প্রতিপক্ষ দলগুলো র‌্যাংকি-এ আমাদের চেয়ে ভাল। আমি যদি বলি শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা জিতব বা ড্র করব- তা বাস্তবসম্মত হবেনা। আমরা ম্যাচগুলোতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই। এটাই প্রতিযোগিতায় আমাদের লক্ষ্য।

মঈনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও অসিম গোপ নিঃসন্দেহে ভাল খেলোয়াড়। তাদের পরিবর্তে যারা দলে সুযোগ পেয়েছেন, তারাও ভাল খেলোয়াড়। কোচের দৃষ্টিতে উল্লিখিতদের চেয়ে নবীনদের ভাল মনে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে তিনি দল সাজিয়েছেন।

ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিদিনই প্রতিপক্ষ দলগুলোর ভিডিও ফুটেজ দেখছি। সে আলোকে কোচ পরিকল্পনা সাজাচ্ছেন। প্রতিযোগিতার প্রতি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এখানে বিশ্বমানের দল ও খেলোয়াড়রা এসেছেন, তাদের কাছ থেকে আমরা অনেককিছুই শিখতে পারি। ফেডারেশনের কাছে একটাই দাবী থাকবে, আমাদের খেলাগুলো যাতে নিয়মিত হয়।’

Rent for add