• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অনুশীলনেই আত্মবিশ্বাসী ভারত

এশিয়া হকির অন্যতম শক্তি গত আসরের যৌথ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে অনুশীলনে ভীষণ আত্মবিশ্বাসী দেখা গেল। শিরোপায় চোখ রাখা দলটির অন্যতম সদস্য মানপ্রিত সিং মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে বলেন, এশিয়া কাপে ২০১৭ সালে খেলতে এসেছিলাম। তিন বছর পর এবার ঢাকায় এলাম হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে।

অধিনায়ক মানপ্রিত সিং জানান, অলিম্পিকের পর আমরা এই টুর্নামেন্ট খেলতে এসেছি। আমরা ম্যাচ বাই ম্যাচ এবং দলগুলো দেখে পরিকল্পনা করে মাঠে নামব। প্রত্যাশা করছি টুর্নামেন্টে আমরা ভাল করব।

এক প্রশ্নের জবাবে এই তারকা খেলোয়াড় জানালেন, এ মুহূর্তে আমরা কাউকে এগিয়ে রাখছি না। এখানে অংশ নেয়া দলগুলো সবাই সমান। আমরা টুর্নামেন্টে খেলতে আসার আগে বেঙ্গালুরুতে অনুশীলন করেছি। ভাল অনুশীলন করেছি।

আলাপচারিতায় মানপ্রিত সিং আরো জানালেন, অলিম্পিকে খেলা প্রায় সবাই আছেন এই দলে। কিছু নতুন খেলোয়াড়ও আছে। বেঙ্গালুরুতে এই টুর্নামেন্ট নিয়ে নানা পরিকল্পনা করেছি। সবাই সব কিছু অবগত আছে। কার কি করতে হবে।

আমরা নিজেদের ম্যাচে বেশি ফোকাস করব। পাকিস্তানের সঙ্গে ম্যাচ পরে হবে। তার আগে কোরিয়ার সঙ্গে প্রথম ম্যাচ আছে। জাপানের বিপক্ষে ম্যাচ রয়েছে। পরিকল্পনা করে এগুতে থাকব। বাংলাদেশ ভাল দল। ওদের বিপক্ষে এশিয়া কাপে খেলেছি।

Rent for add