• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আগামীকাল বাংলাদেশ-কাজাখস্তান সেমিফাইনাল

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল শনিবার বাংলাদেশ ও কাজাখস্তান পরস্পরের মোকাবেলা করবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জিবিকে গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘বি’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। অপরদিকে কাজাখস্তান ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

সেমিফাইনালকে সামনে রেখে আজ জাতীয় কাবাডি দল বিকেলে হালকা অনুশীলনের মাধ্যমে শেষ মুহূর্তের নিজেদের ভুলত্রুটিগুলো শুধরিয়ে নিয়েছে।

জাকার্তা থেকে জাতীয় দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, দলের সবাই সুস্থ আছে। তাদের মনোবল বৃদ্ধির জন্য সময় মিটিং ও ভিডিও সেশন নিয়ে আলোচনা করা হয়েছে।

Rent for add