• ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

শহীদ স্মৃতি হকির ফাইনাল ১ মার্চ

শহীদ স্মৃতি সিক্স-এ-সাইড হকি টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল ১ মার্চ নাজমা ইলেকট্রনিকস ও নর্থ বেঙ্গল অটো একে অপরের মোকাবেলা করবে।

শিরোপা লড়াইটি দিনাজপুরের গোড় শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য দিনাজপুর হকি ক্লিনিক আয়োজিত এ টুর্নামেন্ট ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।  টুর্নামেন্টে দিনাজপুর হকি ক্লিনিক, আমিন স্পোর্টস, নাজমা ইলেকট্রনিকস ও নর্থ বেঙ্গল অটো- জেলার এ চারটি দল অংশগ্রহণ করে।

Rent for add