• ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

দেড় মাস আগেই যুব বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভারতের চেন্নাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুব বিশ্বকাপ হকি। প্রথমবারের মতো বাংলাদেশ এ বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই বাংলাদেশ হকি ফেডারেশন ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে! এর মধ্যে দুই জন স্ট্যান্ডবাই রয়েছেন।

আগেভাগে দল ঘোষণা সম্পর্কে বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল অব. রিয়াজুল হাসান বলেন, আসছে ২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেয়া সম্ভব নয়। এজন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবেন।

টুর্নামেন্ট শুরু হতে যদিও দেড় মাসের মতো রয়েছে। এ সময়ে ইনজুরি, বাজে ফর্ম, কৌশল পরিবর্তনের জন্য খেলোয়াড় রদবদল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপরও হকি ফেডারেশন মালয়েশিয়া থেকে খেলে আসা ৬ জনকে বাদ দিয়েছে।

উল্লেখ্য সুইজারল্যান্ড সফরে বাংলাদেশ দল লুজানে এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করার পাশপাশি সেখানে স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। খেলোয়াড়রা নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। এরপর আবার যুব দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবেন বিশ্বকাপ বাছাইয়ের। সেই সিরিজ খেলে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে গিয়ে ভারতেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, আনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজাইফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

Rent for add