• ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

এশিয়া কাপে নারী দলের ব্রোঞ্জ পদক জয়

বাংলাদেশ ৬:২ কাজাখস্তান

আইরিন রিয়ার হ্যাটট্রিকের উপর ভর করে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ অভাবনীয় সাফল্য পেয়েছে। সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো অংশ নিয়ে মেয়েরা ব্রোঞ্জ পদক জয় করেছেন।

চীনের দাজহুতে আজ ১৩ জুলাই রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে কাজাখস্তানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। চমৎকার নৈপুণ্যে দেখিয়ে আইরিন রিয়া ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

যদিও ম্যাচের ৯ মিনিটে আমানজেলদির গোলে লিড পেয়েছিল কাজাখস্তান। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের দাপুটে নৈপুণ্যের সামনে তারা দাঁড়াতে পারেনি। বিশেষ করে ১২, ১৮ ও ২০ মিনিটে আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশ জয়ের পথে হাঁটতে শুরু করে। ফলে প্রথমার্ধে ৩-১ গোলের লিড পায় লাল-সবুজের দেশ।

বিরতি থেকে ফিরে ৩৫ মিনিটে অধিনায়ক রিমন সারিকা, ৫০ মিনিটে কনা আক্তার ও ৫৩ মিনিটে রিসি রিয়াসা গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। কাজাখস্তানের যানার ৫৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান ৬-২ এ কমিয়ে আনেন।

Rent for add