নিজস্ব প্রতিবেদক : ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২২:০১:২২
বাংলাদেশ ৪:৬ জাপান
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পেল না বাংলাদেশ দল। আজ ১১ জুলাই শুক্রবার তারা চীনের দাজহুতে শক্তিশালী জাপানের কাছে ৬-৪ গোলে পরাজিত হয়।
প্রথম কোয়ার্টারে ২ মিনিটে দীন ইসলাম জয় আর ১২ মিনিটে ইসমাইল হোসেনে গোলে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে ১৮ এবং ২৮ মিনিটে যথাক্রমে ফুজিওয়ারা ইউমা ও হিরোকি তোদা গোলে সমতা ফেরে জাপান।
কিন্তু জাপান বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারেরই ৩০ মিনিটে বাংলাদেশকে ৩-২ গোলে লিড এনে দেন অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ।
তৃতীয় কোয়ার্টারে কোনো দল গোল না পেলেও চতুর্থ কোয়ার্টারের ৪৬ মিনিটে ফুজিওয়ারা ইউমা ফের জাপানকে ম্যাচে ফেরান। কিন্তু চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে অমিত হাসানের গোলে বাংলাদেশ ৪-৩ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ অবশ্য এবার আর লিড ধরে রাখতে পারেনি। ৫১ মিনিটে রিউশিন সাসাকি সমতায় ফেরান। এরপর ওৎসুজি কোকির গোলে প্রথমবারের মতো লিড পায় জাপানিজরা। শুধু তাই নয়, ৬০ মিনিটে ফুজিওয়ারা ইউমার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
বাংলাদেশ আগামী ১৩ জুলাই মালয়েশিয়ার সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে।
উল্লেখ্য এর আগে বাংলাদেশ ‘এ’ গ্রুপের ৪ ম্যাচে ৩ জয় এবং ১ হার নিয়ে ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে আসে। লাল-সবুজের দেশ গ্রুপ পর্বে স্বাগতিক চীনকে ৫-২ গোলে, হংকংকে ৩-০ গোলে, শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে পরাজিত হয়। কিন্তু পাকিস্তানের কাছে ৩-৬ গোলে হেরে যায়।
Rent for add