নিজস্ব প্রতিবেদক : ৬ জুলাই ২০২৫, রবিবার, ২৩:১৯:৫৩
বাংলাদেশ ৫:২ চীন
বাংলাদেশ দল এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় দুর্দান্ত জয় পেয়েছে। আজ ৬ জুলাই রোববার তারা ৫-২ গোলে হারিয়েছে স্বাগতিক চীনকে। এটি লাল-সবুজ দলের টানা তৃতীয় জয়। এর ফলে অনেকটাই সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল।
চীনের দাজহুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শক্তিশালী চীনকে শুরু থেকেই বেশ চাপের মুখে ফেলে দেয়। মাত্র ৭ মিনিটেই ইসমাইল হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় কোচ মওদুদুর রহমান শুভর দল। এর কয়েক সেকেন্ড পরেই দলের ব্যবধান দ্বিগুণ করেন বিশাল আহমেদ। প্রথম কোয়ার্টারে দুই গোল আদায় করলেও দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।
তবে তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটে ওয়েনজুহুয়ান একটি গোল শোধ করলে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন। কিন্তু ৩৯ মিনিটে জনি ইসলাম, ৪৩ মিনিটে ইসমাইল হোসেন ও ৪৫ মিনিটে অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে এগোতে শুরু করে।
চতুর্থ কোয়ার্টারে এসে চীনের ওয়েনজুহুয়ান ৫৩ মিনিটে আরো এক গোল পরিশোধ করলে চীন ম্যাচে ফেরার চেষ্টা করছিল। এসময় স্বাগতিকরা বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণের করে যাচ্ছিল। তবে ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
উল্লেখ্য বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে হংকংকে, দ্বিতীয় ম্যাচে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে এবং তৃতীয় ম্যাচে ৫-২ গোলে চীনকে হারিয়ে যেমন সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথেও রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ৮ জুলাই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করবে।
এদিকে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ নারী হকি প্রতিযোগিতায় আগামীকাল সোমবার ৭ জুলাই বাংলাদেশ দল হংকংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে তারা প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে পরাজিত হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে উজবেকিস্তানকে হারিয়ে জয় পেয়েছিল।
Rent for add