• ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫

কিশোরগঞ্জের সামনে ভেসে গেল কুমিল্লা

ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার কাছে গোল বন্যায় ভেসেছে কুমিল্লা জেলা। আজ ১৮ মার্চ মঙ্গলবার দিনের প্রথম খেলায় মওলানা ভাসানী ষ্টেডিয়ামে কিশোরগঞ্জ ১৮-০ গোলে কুমিল্লাকে পরাজিত করে।

এদিকে একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলা আয়েসি জয় পেয়েছে। তারা ৬-২ গোলে হারিয়েছে ঝিনাইদহ জেলাকে।

অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে তৃতীয় খেলায় যশোর জেলা ২-১ গোলে রাজশাহী জেলাকে পরাজিত করে। তবে চতুর্থ খেলায় চট্টগ্রাম জেলা ১-১ গোলে পটুয়াখালী জেলার সঙ্গে ড্র করেছে।

আগামীকাল ১৯ মার্চ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে সকাল ৮টায় রংপুর জেলা ও কিশোরগঞ্জ জেলা, সকাল ১০টায় বিকেএসপি ও ঝিনাইদহ জেলা এবং মওলানা ভাসানী ষ্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা ও যশোর জেলা মোকাবেলা করবে।

 

Rent for add