নিজস্ব প্রতিবেদক : ১২ মার্চ ২০২৫, বুধবার, ১৫:৫২:০৮
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান [বিকেএসপি] ও ঝিনাইদহ জেলা ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টে জয় পেয়েছে।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে আজ ১২ মার্চ প্রথম খেলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঝিনাইদহ জেলা ৩-২ গোলে কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে।
তবে দ্বিতীয় খেলায় গোল উৎসবে মেতেছিল বিকেএসপি। তারা ১৬-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলাকে।
আগামীকাল ১৩ মার্চ টুর্নামেন্টের বিরতি দিন। একদিন বিরতি দিয়ে ১৪ মার্চ ফের খেলা মাঠে গড়াবে।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে এদিন সকাল ৮টায় ঝিনাইদহ জেলা ও রংপুর জেলা এবং সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা ও কুমিল্লা জেলা এবং বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে সকাল ৮টায় দিনাজপুর জেলা ও রাজশাহী জেলা এবং সকাল ১০টায় যশোর জেলা ও পটুয়াখালী জেলা এক অপরের মোকাবেলা করবে।
Rent for add