• ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

জামালউদ্দীন স্মৃতি সংঘ অপরাজিত চ্যাম্পিয়ন

সামির হ্যাটট্রিকের উপর ভর করে জামালউদ্দীন স্মৃতি সংঘ প্রথমবারের মতো বিজয় কাপ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ৪-২ গোলে পদাতিককে পরাজিত করে। বিজয়ী দলের সামি ৩টি ও ইসমাইল ১টি গোল করেন। বিজিত দলের রকি ২টি গোল পরিশোধ করেন।

এ টুর্নামেন্টে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে জামালউদ্দীন স্মৃতি সংঘের ইসমাইল সেরা খেলোয়াড় হয়েছে। তবে পদাতিকের রকি ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফাইনালে অবশ্য ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের অধিনায়ক সামি। খেলা পরিচালনা করেন আম্পায়ার শরফউদ্দীন ইবনে শাহরিয়ার, কলিমউদ্দীন ও রাইয়ান চৌধুরী।

খেলা শেষে হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস এর সাবেক সহসভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার সালাহউদ্দিন শাহরিয়ার।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রাজু কান্তি বড়ুয়া, হকি কেন্দ্রের রিজওয়ানুল হক মামুন, মুশফিকুর রহমান আরমান প্রমুখ।

 

Rent for add