বিশেষ সংবাদদাতা, হাংজু থেকে : ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, ১১:২৩:৪৬
বাংলাদেশ ৩ : ৪ ওমান
বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসে ১২ দলের মধ্যে অষ্টম হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) স্থান নির্ধারণী ম্যাচে তারা ৩-৪ গোলে ওমানের কাছে পরাজিত হয়েছে। যদিও বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
চীনের হাংজু নগরীর গুয়াংশু কানাল পার্ক হকি স্টেডিয়ামে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা শুরুটা চমৎকারই করেছিলেন। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে মিলন হোসেন ও দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।
কিন্তু বিরতি থেকে ফিরে বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারেনি। দুই গোলে এগিয়ে থাকা ও ম্যাচ জিতে যাচ্ছে এমন আত্মবিশ্বাসী হয়ে উঠলে তাদের মধ্যে একটা গা ছাড়াভাব লক্ষ্য করা যায়। সেই সুযোগে প্রতিপক্ষ ওমান চড়াও হয়ে খেলার চেষ্টা করে।
ফলশ্রুতিতে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এসে আরব রাষ্ট্রটি ৩৮ ও ৪৩ মিনিটে ২-২ গোলে সমতায় ফিরে। এর পর ম্যাচের শেষ অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে এসে ওমান ৫৩ ও ৫৫ মিনিটে আরো দুটি গোল আদায় করে নেয়। সোহানুর রহমান সবুজ ৬০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও ৩-৪ গোলের পরাজয় নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।
এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশ
বাংলাদেশ ২ : ৭ জাপান
বাংলাদেশ ২ : ৫ পাকিস্তান
বাংলাদেশ ৭ : ৩ সিঙ্গাপুর
বাংলাদেশ ৪ : ২ উজবেকিস্তান
বাংলাদেশ ০ : ১২ ভারত
সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৩ : ৪ ওমান
মোট ম্যাচ : ৬টি
গোল দিয়েছে : ১৮টি
গোল খেয়েছে : ৩৩টি
বাংলাদেশ স্কোয়াড
কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।
খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।
Rent for add