• ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

আম্পায়ারিং করতে ওমান গেলেন পিয়াল

ওমানের বন্দর নগরী সালালাহে আগামী ২৫ আগস্ট থেকে নারী ও ২৯ আগস্ট থেকে পুরুষ ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে।

এ টুর্নামেন্টে আম্পায়ারিং করার লক্ষে আজ (২৩ আগস্ট) বুধবার দুপুরে মোহাম্মাদ আলী খান পিয়াল ওমানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইতোমধ্যে ওমানে অবস্থান করছে। বাংলাদেশ জাতীয় পুরুষ দল আগামী ২৬ আগস্ট ওমান যাবে।

Rent for add