নিজস্ব প্রতিবেদক : ৯ আগস্ট ২০২৩, বুধবার, ১৭:০১:৩৯
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার (৬ আগস্ট) ভারতের চেন্নাইয়ে স্বাগতিক ভারত ৫-০ গোলে মালয়েশিয়াকে পরাজিত করে। অপর দুটি ম্যাচ ড্র হয়েছে।
দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার ও চীন কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। যদিও প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া ১-০ গোলে এগিয়ে ছিল।
দিনের দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান ও জাপান কেউ কারো বিপক্ষে জয়ের মুখ দেখেনি। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। তবে প্রথমার্ধে পাকিস্তান ২-১ গোলে এগিয়ে ছিল।
দিনের তৃতীয় তথা শেষ ম্যাচে স্বাগতিক ভারত ৫-০ গোলে মালয়েশিয়াকে পরাজিত করে। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল।
উল্লেখ্য টুর্নামেন্টে এশিয়ার সেরা ৬টি হকি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশগুলো হচ্ছে স্বাগতিক ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
Rent for add