নিজস্ব প্রতিবেদক : ২১ জুন ২০২৩, বুধবার, ১৯:৫৪:৫৮
বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৩ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ (২১ জুন) বুধবার প্রধান নির্বাচন কমিশনার মো. সাইদুর রশিদ স্বাক্ষতির এক প্রজ্ঞাপণে এ ফলাফল ঘোষণা করা হয়। এর ফলে আগামী চার বছর নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।
এর আগে গত ১১ জুন মনোনয়নপত্র দাখিলের দিনে ২৮ পদের বিপরীতে ২৮টি মনোনয়নপত্র জমা পড়ায় তখনই বোঝা যাচ্ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
পরবর্তীতে ১২ জুন রির্টানিং অফিসারের কার্যালয় প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এতে বলা হয় বাংলাদেশ হকি ফেডারেশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্নের লক্ষে নির্বাচন তফসিল অনুযায়ী সহসভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ১টি, যুগ্মসম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি এবং সদস্য পদে ১৯টিসহ মোট ২৮টি মনোনয়নপত্র পাওয়া যায়। উক্ত পদের বিপরীতে প্রাপ্ত মনোনয়নপত্রগুলো সঠিক থাকায় কোনো মনোনয়নপত্র বাতিল হয়নি। তফসিলে বর্ণিত নির্বাচনযোগ্য পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং কোনো পদের বিপরীতে মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা না থাকায় তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।
সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৯ জুন ভোটের প্রয়োজন পড়েনি। ২৮ জনের কমিটিতে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদখ্যাত ফোরাম একজন সহসভাপতি ও ৯টি সদস্যসহ মোট ১০টি পদ পেয়েছে। অবশিষ্ট ১৮টি পদ পেয়েছে ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলো। নির্বাচিত এ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।
সহ-সভাপতি : ৫ জন
০১. আব্দুর রশিদ সিকদার (উষা ক্রীড়া চক্র)
০২. জাকি আহমেদ রিপন (আবাহনী লিমিটেড)
০৩. এম এ রাজ্জাক খান (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)
০৪. কাজী সাইফুল ইসলাম
০৫. মোহাম্মদ ইউসুফ (জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ)
সাধারণ সম্পাদক : ০১ জন
এ কে এম মমিনুল হক সাঈদ
যুগ্মসম্পাদক : ০২ জন
০১. মাহবুবুল এহসান রানা (আবাহনী লিমিটেড)
০২. আরিফুল হক প্রিন্স (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড)
কোষাধ্যক্ষ : ০১ জন
সৈয়দ মাহমুদুল হক (তেজগাঁও অগ্রগামী ক্লাব)
কার্যনির্বাহী সদস্য : ১৯ জন
০১. মোহাম্মদ ইউসুফ আলী (ঢাকা হকি ক্লাব)
০২. মনোয়ার হোসেন (মেরিনার ইয়াংস ক্লাব)
০৩. সাফায়াত হোসেন ডালিম (বাংলাদেশ হকি আম্পায়ার্স বোর্ড)
০৪. হাজী মোহাম্মদ হুমায়ূন (ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব)
০৫. মাহবুব হারুন (ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব)
০৬. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (দিনাজপুর)
০৭. তারিকুজ্জামান নান্নু (ঢাকা)
০৮. খাজা তাহের লতিফ মুন্না (ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব)
০৯. মাহবুব মোরশেদ আলম লেবু (জয়পুরহাট)
১০. টুটুল কুমার নাগ (শরীয়তপুর)
১১. শহিদুল্লাহ টিটু (মাদারীপুর)
১২. আহমেদ আসিফুল হাসান (রায়েরবাজার স্পোর্টিং ক্লাব)
১৩. এসএম নাজিম রেজা (দিলকুশা স্পোর্টিং ক্লাব)
১৪. শেখ মো. আলমগীর (মুক্তবিহঙ্গ তরুণ সংঘ)
১৫. মো. আউয়াল হোসেন (বাংলাদেশ স্পোর্টিং ক্লাব)
১৬. কামরুজ্জামান চৌধুরী তুহিন (রংপুর)
১৭. রাজু আহমেদ (নারায়ণগঞ্জ)
১৮. দিলিপ চক্রবর্তী (নড়াইল)
১৯. তৌফিকুর রহমান রতন (রাজশাহী)
Rent for add