• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জয়ে ফিরেছে বাংলাদেশ, হারালো উজবেকিস্তানকে

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয়ে ফিরেছে বাংলাদেশ। আজ (২৬ মে) শুক্রবার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ওমানের সালালাহে অনুষ্ঠিত হয়। এ জয়ের সুবাদে বাংলাদেশের সেমিফাইনাল ও আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকির স্বপ্ন এখনো জিইয়ে রয়েছে। আগামী (২৮ মে) রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ার অন্যতম শক্তি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যাবেন লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে প্রথম কোয়ার্টারের ১৫ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চমৎকার গোল করে দলকে এগিয়ে (১-০) দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। ফলে ব্যবধান দ্বিগুণ (২-০) হয়। তবে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করছিল উজবেকিস্তান। বেশ কয়েকবার তারা বাংলাদেশের বিপদসীমানায় আক্রমণ গড়ে তুলেছিল। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না। ফলে এই দু’ গোলের লিড নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যায় কোচ মামুন উর রশীদের দল।

তবে বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবারো গোল পেয়ে যায় বাংলাদেশ। ৩৪ মিনিটে জয়ের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় মোহাম্মদ আবেদউল্লাহ ফিল্ড গোল করলে (৩-০) জয়ের পথে হাঁটতে শুরু করে অধিনায়ক প্রিন্স লাল সামন্তের দল।

এদিকে চতুর্থ তথা শেষ কোয়ার্টারের ৫১ মিনিটে হুসানভের ফিল্ড গোল থেকে উজবেকিস্তান একটি গোল পরিশোধ (১-৩) করে। অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে স্বাগতিক ওমানকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে এসে এশিয়ান হকির অন্যতম শক্তি মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরে যায়। তবে তৃতীয় ম্যাচে ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে এখন  সেমিফাইনালে উঠার স্বপ্ন দেখছে। এখন টিম ম্যানেজমেন্টের দৃষ্টি ২৮ মে। গ্রুপের শেষ ম্যাচ এশিয়ান হকির অপর শক্তি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র এশিয়া কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত তো হবেই, সেই সঙ্গে আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকির স্বপ্নও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য ১০ জাতির এই আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

Rent for add