• ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

উদিতিকে হারালো তেজগাঁও

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে শনিবার কষ্টার্জিত জয় পেয়েছে তেজগাঁও অগ্রগামী ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারায় উদিতি ক্লাবকে।

ম্যাচের ১৩ মিনিটে মেহেদী হাসান জীবনের দারুণ এক ফিল্ড গোলে তেজগাঁও এগিয়ে (১-০) যায়।

এরপর ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তেজগাঁওয়ের অধিনায়ক মোহাম্মদ শিমুল ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।

তবে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া উদিতি ক্লাবের রায়হান একটি গোল পরিশোধ (১-২) করেন।

Rent for add