• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বালকার-বিশালের হ্যাটট্রিকে কম্বাইন্ড-শিশুকিশোরের জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ বুধবার বালকার সিংয়ের হ্যাটট্রিকে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৬-৩ গোলে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। অপর ম্যাচে বিশালের হ্যাটট্রিকে শান্তিনগর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭-২ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিশুকিশোর সংঘ। আজ ২৯ মার্চ দুটি ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচের গোলবন্যা দেখেছেন মাঠে উপস্থিত দর্শকরা।

কম্বাইন্ড ৬ : ৩ রায়েরবাজার
লিগে পরাজয়ের বৃত্ত ভাঙতেই পারছে না রায়েরবাজার। হারের ধারাবাহিকতা ধরে রেখেছে কম্বাইন্ডের বিপক্ষেও। আজ কম্বাইন্ডের জালে ৩ গোল পুরলেই দলের পরাজয় ঠেকাতে পারেনি দলটি। ম্যাচের ২ মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায় কম্বাইন্ড (১-০)। মিনিট ৩ পর বালকার সিং ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ৪ মিনিটে আবারো গোলের আনন্দ কম্বাইন্ড শিবিরে। রাকিব আরেকটি গোল করে ব্যবধান ৩-০- তে নিয়ে যান। টানা তিন গোল হজম করে টনকনড়ে রায়ের বাজারের খেলোয়াড়দের।

ম্যাচের ১৪ মিনিটে মিঠুর গোলের ব্যবধান কমিয়ে ৩-১ এ নিয়ে আসে। এক গোল খেয়ে পর পর আরো তিন গোল রায়েরবাজারের জালে পুরে কম্বাইন্ড। ১৮ মিনিটে বালকার সিং কম্বাইন্ডের হয়ে চতুর্থ এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন (৪-১)। ১৯ মিনিটে রোমানের গোলে ব্যবধান বাড়ে ৫-১ গোলের। এরপর ২৯ মিনিটে বালকার সিং আরো একটি গোল করে ব্যবধান নিয়ে যান ৬-১ গোলের। এই গোল করার মধ্য দিয়ে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কম্বাইন্ডের এই ভারতীয় রিক্রট।

প্রথম দুই কোয়ার্টার ৬ গোল দিয়ে কিছুটা আয়েশী ভঙ্গিতে খেলতে থাকেন কম্বাইন্ডের খেলোয়াড়রা। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৩ ও ৫৮ মিনিটে দুটি গোল পরিশোধ করে রায়েরবাজার। গোল দুটি করেন উল্লাস ও ইরফান। এতে ব্যবধান কমে ৬-৩ গোলে পরিণত হয়। এই ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত জয়ের আনন্দে মাঠ ছাড়েন কম্বাইন্ডের খেলোয়াড়রা।

শিশুকিশোর ৭ : ২ শান্তিনগর
রায়েরবাজারের মতো শান্তিনগরের অবস্থাও লিগে করুণ। টানা হারের মধ্যে রয়েছে দলটি। পূর্বের ন্যায় আজও তাদের ললাটে হার জুটেছে। শিশুকিশোরের কাছে ৭-২ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। শিশুকিশোরের বড় জয়ে ভূমিকা রেখেছেন বিশাল। ম্যাচের ২৫, ২৯ ও ৪৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশাল। এছাড়া শিমুল, রুপশ, হাদী ও সঞ্জু একটি করে গোল করেন। শান্তিনগরের পক্ষে অর্ণব ও রুবেল একটি করে গোল করেন।

 

Rent for add