• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রথম বিভাগ হকির ক্লাবগুলোকে ২ লাখ টাকা করে অনুদান

টাকা না দিলে খেলবো না- দলবদলের পর প্রথম বিভাগ হকি লিগের ক্লাবগুলো যে শর্ত দিয়েছিল ফেডারেশনকে তা পূরণ হয়েছে। অনুদান দিয়েই ক্লাবগুলোকে মাঠে নামাচ্ছে ফেডারেশন। রোববার প্রথম বিভাগ লিগের ১২ ক্লাবকে ২ লাখ টাকা করে প্রদান করেছে ফেডারেশন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, লিগ কমিটির সম্পাদক হাজী মোহাম্মদ হুমায়ুন।

আগামী ৬ মার্চ প্রথম বিভাগ লিগ মাঠে গড়াবে বলেও সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। প্রথম বিভাগ হকি লিগ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা প্রথম বিভাগ লিগ ২৫ বছরে হয়েছে মাত্র ১১ বার।

এবারের লিগে অংশ নেবে- উষা ক্রীড়া চক্র, ওয়ান্ডারার্স ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি, ব্যাচেলার্স এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি, শিশুকিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ এসসি, শন্তিনগর এসসি ও রায়ের বাজার এসসি।

Rent for add