• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জাপান বুঝিয়ে দিল বাংলাদেশ কত দুর্বল

প্রস্তুতি ম্যাচে জাপান বুঝিয়ে দিল বাংলাদেশ কতটা দুর্বল প্রতিপক্ষ। শুক্রবার হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে স্বাগতিকদের নানান টেকনিক্যাল দুর্বল দিকগুল চোখে পড়েছে। ফলে ম্যাচের ফলটাও ঠিক তেমনই হয়েছে। হার নিয়ে মাঠ ছাড়ে জিমিরা।

প্রস্তুতি ম্যাচে চারটি কোয়াটারে খেলা হবার কথা থাকলেও তিনটি কোয়াটারে খেলেই দু’দল সন্তুষ্ট। প্রথম প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে বোঝা গেছে আমাদের সামর্থটুকু। যদিও ব্যবধানটা ৪-১ থেকে আরো বাড়তে পারত।

এই ম্যাচে বাংলাদেশের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি কয় গোলে হেরেছেন সেটা নিয়ে চিন্তিত নন। এই ম্যাচ দিয়ে ডাক পাওয়া খেলোয়াড়দের একটু ঝালিয়ে নিলেন। কোচের কথার সারমর্ম অনেকটা এরকম, ছেলেদের প্রথম প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে তিনি হতাশ নন। লড়াই করেছে বাংলাদেশের রক্ষণভাগ, কম সময়েল প্রস্তুতির ঘাটতি কিছুটা হলেও চোঁখে পড়েছে।

যদিও জিমিরা ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শেষ হবার পরপরই খেলতে নেমেছিলেন প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। এর পরপরই আবার জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। যে কারণে কিছুটা হলেও ম্যাচে তাদের ক্লান্তি ভর করেছিল।

Rent for add