• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দ্বিতীয় কোয়ালিফায়ারে রূপায়ণকে হারিয়ে ফাইনালে মোনার্ক

ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মঙ্গলবার রাতে রূপায়ণ সিটি কুমিল্লাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। এর আগে সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে রূপায়ণকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছিল একমি চট্টগ্রাম। এর ফলে বৃহস্পতিবার ফাইনালে একমি চট্টগ্রাম ও মোনার্ক পদ্মা একে অপরের মোকাবেলা করবে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে অবশ্য প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রূপায়ণ। তবে দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে সমতায় ফেরে মোনার্ক পদ্মা। তৃতীয় কোয়ার্টারে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এই কোয়ার্টারে রূপায়ণ একটি ও পদ্মা একটি গোল করে। তাতে তৃতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন হয় ৩-৩। চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে মোনার্ক পদ্মা গোল করে এগিয়ে যায় এবং ৪-৩ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে।

মোনার্ক পদ্মার হয়ে চারটি গোলই করেছেন তাদের জাপানি ফরোয়ার্ড মিয়া তানিমিতসু। তবে রূপায়ণের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ তারকা জোয়াকুইন মেনিনি। অপর গোল করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ।

 

Rent for add