নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:৩১:৪৩
হকি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে প্লেয়ার্স ড্রাফটে সোমবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে।
এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল লোকাল আইকন খেলোয়াড়দের নিয়ে। এর পরেই ছিল বিদেশি আইকনও।
লটারির মাধ্যমে প্রথমেই আইকন বেছে নেওয়ার সুযোগ পায় একমি চট্টগ্রাম। তারা নিয়েছে ভারতের দেভিন্দার ওয়ালমিকিকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল আর্জেন্টিনার হুয়ান মার্তিন লোপেজ, মোনার্ক মার্ট পদ্মা ভারতের চিঙ্গেলসানা সিং, রুপায়ন গ্রুপ কুমিল্লা ভারতের প্রদীপ মোর, সাইফ পাওয়ার খুলনা আর্জেন্টিনার গিদো বেরেইরোস এবং ওয়ালটন ঢাকা আইকন হিসেবে নিয়েছে ভারতের এসভি সুনীলকে।
বিদেশি আইকন তালিকা
০১. দেভিন্দার ওয়ালমিকি (ভারত)-একমি চট্টগ্রাম
০২. হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা)-মেট্রো এক্সপ্রেস বরিশাল
০৩. চিঙ্গেলসানা সিং (ভারত)-মোনার্ক মার্ট পদ্মা
০৪. প্রদীপ মোর (ভারত)-রুপায়ন গ্রুপ কুমিল্লা
০৫. গিদো বেরেইরোস (আর্জেন্টিনা)-সাইফ পাওয়ার খুলনা
০৬. এসভি সুনীল (ভারত)-ওয়ালটন ঢাকা
Rent for add