নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৮:০২:২৭
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ১৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের চারপাশে নিরাপত্তার চাদরে পুরোপুরি ঢেকে দেয়া হবে।
এর আগে ২০১৭ সালে এশিয়া কাপ করে বাংলাদেশ দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে। এবারও আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ব্যতিক্রম হবে না।
১৪ ডিসেম্বর পর্দা উঠবে এবারের আসরের। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক হওয়ার পাশাপাশি অংশ নিচ্ছে।
Rent for add