• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

শিরোপা লড়াইয়ে লাল-সবুজ আজ মুখোমুখি

ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টের ফাইনালে আজ বাহফে লাল দল ও বাহফে সবুজ দল একে অপরের মুখোমুখি হচ্ছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

চার দলের অংশগ্রহণে বাহফে লাল ও বাহফে সবুজ- উভয় দল ৭ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে নিশ্চিত করে।

গ্রুপের শেষ ম্যাচে রোববার বাহফে হলুদ দল ১-০ গোলে বাহফে নীল দলকে পরাজিত করেন। বিজয়ী দলের রিভা খাতুন ৩৯ মিনিটে জয়সূচক গোল করেন।

Rent for add