নিজস্ব প্রতিবেদক : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৯:৩৮:২৩
বাহফে সবুজ দল ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট কষ্টার্জিত জয় পেয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তারা ২-১ গোলে বাহফে হলুদ দলকে পরাজিত করে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার রানী খাতুনের ফিল্ড গোলে ১৭ মিনিটে সবুজ দল এগিয়ে যায়। কিন্তু ২৮ মিনিটে রিভা খাতুনের গোলে সমতায় ফিরে হলুদ দল।
ম্যাচটি যখন ড্রয়ের পথে হাঁটছিল ঠিক তখনই রানী খাতুন ফের ৫৫ মিনিটে গোল করে সবুজ দলের জয় নিশ্চিত করেন।
Rent for add