নিজস্ব প্রতিবেদক : ৩১ আগস্ট ২০২২, বুধবার, ৭:৩৭:৪৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতাকে সামনে রেখে জেলা দল গঠনে তোড়জোড় শুরু করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
জেলা দল গঠনের লক্ষে ইতোমধ্যে ময়মনসিংহে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে বাছাই ক্যাম্প শুরু হয়েছে।
আনুষ্ঠানিকভাবে গত ৩০ আগস্ট এই বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে আসন্ন জাতীয় যুব হকি প্রতিযোগিতাকে সামনে রেখে দেশব্যাপী জেলা পর্যায় হকির অনুশীলন-প্রশিক্ষণ এগিয়ে চলছে।
উল্লেখ্য আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা জোন দিয়ে জাতীয় যুব হকি মাঠে গড়াচ্ছে। পরবর্তীতে দেশের অন্যান্য জোনের খেলা শুরু হবে।
Rent for add