নিজস্ব প্রতিবেদক : ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১৭:৪৬:০০
জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও বিকেএসপির প্রধান কোচ মো. জাহিদ হোসেন রাজুর মা জোবেদা আক্তার আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
আজ মঙ্গলবার ১৬ আগস্ট সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ পুত্র এবং ৪ কন্যা সন্তানের জননী ছিলেন।
মো. জাহিদ হোসেন রাজুর মা জোবেদা আক্তারের মৃত্যুতে হকি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হকিবাংলাদেশ.কম এর সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য রফিকুল ইসলাম, চেসবিডি.কম এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আরিফুর রহমান।
এ ছাড়া বিভিন্ন ক্লাব, সংগঠক, সংগঠন ও খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হকিবাংলাদেশ.কম পরিবার মরহুমার আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
Rent for add