• ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

বিজয় কাপ টুর্নামেন্টে পদাতিক ক্লাব চ্যাম্পিয়ন

অনিকের হ্যাটট্রিকের উপর ভর করে পদাতিক ক্লাব বিজয় কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে ১১ জানুয়ারি ফাইনালে তারা ৮-১ গোলে টি সি এস একাদশকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। ১১টি আসরের মধ্যে এটি তাদের দ্বিতীয় শিরোপা জয়।

একতরফার শিরোপা লড়াইয়ে পদাতিক ক্লাবের অনিক হ্যাটট্রিকসহ একাই করেন ৪ গোল। এছাড়া রাজিব ২টি, রকি ও রফিক ১টি করে গোল করেন। তবে বিজিত দলের ১টি গোল পরিশোধ করেন দ্বীপ।

এদিকে কতোয়ালী কিংস চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের আদিত্য তালুকদার ৭ গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়েছেন। অপরদিকে রানার্সআপ দলের দ্বীপ সেরা খেলোয়াড় হয়েছেন। ফাইনালে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আনিসুর রশিদ ও খালেদ মাহমুদ।

খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান নুর হোসাইন।

 

Rent for add